জন্মদিনে নানা রকম মিম, রইল ১২টি ছবি
- আপডেট সময় : ০৫:৪৪:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫ ১ বার পড়া হয়েছে
২০০৭ সালের লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় তিনি প্রথম স্থান লাভ করেছিলেন। এই প্রতিযোগিতাই খুলে দেয় তাঁর অভিনয় ক্যারিয়ার। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
২ / ১২

একই বছরে হুমায়ূন আহমেদ পরিচালিত ‘আমার আছে জল’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় মিমের। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৩ / ১২

এরপর ‘আমার প্রাণের প্রিয়া’, ‘জোনাকির আলো’, ‘তারকাঁটা’,‘পদ্ম পাতার জল’, ‘ব্ল্যাক’, ‘সুইটহার্ট’সহ নানা ধরনের সিনেমা করেছেন মিম। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৪ / ১২

তবে এগুলোর মধ্যে তিনি আলাদাভাবে মনে রাখবেন ‘জোনাকির আলো’ সিনেমার কথা। এ ছবিতে অভিনয় করে মৌসুমীর সঙ্গে যৌথভাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেত্রী হন তিনি। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৫ / ১২

তবে অভিনেত্রী হিসেবে মিম ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংস শুরু করেন ‘পরাণ’ দিয়ে। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৬ / ১২

২০২২ সালে রায়হান রাফীর সিনেমাটি ব্যাপক জনপ্রিয়তা পায়, একের পর এক সিনেমার প্রস্তাব পেতে থাকেন তিনি। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৭ / ১২
একই বছর রাফীর আরেক সিনেমা ‘দামাল’–এ দেখা যায় তাঁকে। ২০২৩ সালে করেন দীপঙ্কর দীপনের ‘অন্তর্জাল’। একই বছর কলকাতায় জিতের সঙ্গে ‘মানুষ’ সিনেমা করেন মিম। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৮ / ১২

‘পরাণ’ ব্যাপক সফল হলেও পরে সেভাবে আর পর্দায় দেখা যায়নি তাঁকে। অভিনেত্রী আগে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, প্রচুর প্রস্তাব পেলেও আকর্ষণী মনে না হওয়ায় সেসব ফিরিয়ে দিয়েছেন তিনি। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৯ / ১২

সবশেষ মিমকে পর্দায় দেখা গেছে হইচইয়ের ওয়েব কনটেন্ট ‘মিশন: হান্টডাউন’–এ। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
১০ / ১২

এ ছাড়া মুক্তির অপেক্ষায় আছে ‘দিগন্তে ফুলের আগুন’ সিনেমাটি, এতে পান্না কায়সারের চরিত্রে অভিনয় করেছেন তিনি। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
১১ / ১২

কাজের বাইরে ফুরসত পেলেই ঘুরতে ভালোবাসেন মিম। কখনও দুবাই, কখনও ব্যাংকক, কখনোবা ব্যাংককে ছুটি কাটাতে দেখা যায় তাঁকে।
১২ / ১২

জন্মদিন নিয়ে আগে দেওয়া সাক্ষাৎকারে মিম বলেছিলেন, ‘আরও একটি বছর চলে গেল—জীবন নিয়ে এই সূত্র আমি কখনোই মেনে চলি না। একটি বছর কেটে যাওয়া মানেই সব শেষ নয়। জীবনের প্রতিটা মুহূর্তই আনন্দের। বেঁচে থাকাটাই আনন্দের। খুব একটা পেছনে তাকাই না। জন্মদিনে আমি প্রতিবার নিজের মুখোমুখি হই। আমি সব সময় ভাবি, নিজেকে কীভাবে ছাড়িয়ে যাওয়া যায়।’ অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
















